• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ০১:০৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৬, ২০২০, ০১:০৯ এএম

মাস্ক পরতে অনীহা, বাড়াচ্ছে ঝুঁকি

মাস্ক পরতে অনীহা, বাড়াচ্ছে ঝুঁকি
সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না অধিকাংশ মানুষ। এমন অসচেতনতাকে অশনি সংকেত বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন।

একজন রিকশাওয়ালা বলেন, ‘মাস্ক পকেটে আছে। সবাই পরা বাদ দিছে অনেক আগে। তাই আমিও পরি না।

আরেকজন বলেন, ‘মাস্ক পরলেই কি করোনা ভাইরাস রোধ করা সম্ভব!’

এমন বিচিত্র সব অজুহাতে মাস্ক ছাড়াই চলছে আড্ডা, খোশগল্প, কেনা-বেচা আর পথচলা। করোনা মহামারীতে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরও নগরবাসীর এমন অসচেতনতা চোখে পড়ার মতো।

শুধু পথ-ঘাট, দোকানপাট কিংবা বাজার নয়, হাসপাতালে অনেক রোগীর স্বজনদের দেখা গেছে মাস্ক ছাড়া। মানা হচ্ছে না নিরাপদ শারীরিক দূরত্বও।

এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নির্দেশনা মানা নিশ্চিতে কঠোর হওয়ার তাগিদ তাদের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেদওয়ানুর রহমান বলেন, মাস্ক না পরার দায়ে খুব অল্প কিছু মানুষকেও কঠিন শাস্তি দিত তাহলে সবাই মাস্ক পরতে শুরু করতো।

এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে জানান কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন।

কেএপি

আরও পড়ুন