• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০২০, ১১:১৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০২০, ১১:১৭ এএম

দেশে করোনা আক্রান্তের ১০ শতাংশই শিশু

দেশে করোনা আক্রান্তের ১০ শতাংশই শিশু
প্রতীকী ছবি

প্রথম দিকে শিশুদের মাঝে করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের হার কম থাকলেও এখন স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশে মোট আক্রান্তের প্রায় ১০ শতাংশই শিশু।

করোনা সংক্রমণের যে ধরণ ও মৃত্যুর হার তা থেকে মোটামুটি ধারণা করা যায়, সাধারণত বয়স্কদেরই এ রোগে আক্রান্তের হার বেশি। একারণে শিশুদের নিয়ে অনেকটা নিশ্চিন্তেই ছিলেন অভিভাবকরা। তবে ধারণার সাথে বাস্তবতার তফাৎ অনেকটাই।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, শুরুর দিকে কম থাকলেও এখন  বাংলাদেশের  শিশুরা করোনায় আক্রান্ত হচ্ছে বেশি।

চিকিৎসকরা বলছেন, অপুষ্টির কারণে কোভিডে দ্রুত আক্রান্ত হচ্ছে শিশুরা ।

চিকিৎসকের এ কথার প্রমাণ মিললো এই মায়ের কথায়, তিন বলছেন, লক্ষণ থাকলেও শুধু না বুঝতে পারার কারণে ঝুঁকির মুখে পড়ছেন শিশুরা।

তারা বলছেন, সব ধরনের সচেতনতা থাকলেও কোভিড ১৯ থেকে রক্ষা করতে পারছেন না সন্তানদের।

যেহেতু দেশে শিশু সংক্রমণের হার বাড়ছে তাই এই চ্যালেঞ্জ মোকাবেলায়  প্রতিটি হাসপাতালে শিশু করোনা বিভাগ থাকা জরুরি বললেন এ বিষয়ের সংশ্লিষ্টরা।

করোনার এই সময়ে শিশুদের প্রতি বাড়তি যত্ম নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

কেএপি

আরও পড়ুন