• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০, ০৩:১৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০২০, ০৩:১৯ পিএম

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী 

করোনার ভ্যাকসিন আনতে দ্রুতই চুক্তি

করোনার ভ্যাকসিন আনতে দ্রুতই চুক্তি
ফাইল ছবি

আসছে শীতে দেশে প্রাণঘাতী করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা যে ধারণা করছেন, তা মোকাবেলায় চার দিনের মধ্যেই ভ্যাকসিন আনার জন্য উৎপাদন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার (৩১ অক্টোবর) মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারের করোনার কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন এক হাজার জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ইউরোপে করোনা বৃদ্ধি পেয়েছে এ দেশেও শীতের সময় বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে সকলকে স্বাস্থ্য বিধি মানার জন্য আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশের স্বাস্থ্য সেবা ভাল উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের মানুষ স্বাস্থ্য বিধি মেনেছে বলেই ভাল আছে। চার কোটি দরিদ্র মানুষকে করোনার সময় সরকার সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

জাগরণ/‌এমআর