• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১১, ২০২১, ১২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৫, ২০২১, ০৭:০৯ পিএম

কিডনি রোগের লক্ষণ বুঝবেন যেভাবে

কিডনি রোগের লক্ষণ বুঝবেন যেভাবে

কিডনির রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মানবদেহকে ধীরে ধীরে গ্রাস করে নেয় এই রোগটি। কিছু লক্ষণ দেখা দিলেও অনেকেই তা আঁচ করতে পারেন না। লক্ষণগুলোকে অবহেলায় পাশ কাটিয়ে ব্যস্ত হয়ে যান দৈনন্দিন কাজে, যা একদমই উচিত হয়। জেনে রাখুন কী কী উপসর্গ দেখা দিলে কিডনি রোগের আভাস পাবেন।

তাই সুস্থ থাকতে প্রতিনিয়ত লক্ষ রাখুন শরীরে এই উপসর্গগুলো রয়েছে কি না।

  • কিডনি রোগের প্রথম উপসর্গ টের পাবেন প্রস্রাব মাধ্যমে। প্রস্রাবের রং বা ধারাবাহিকতায় কোনো পরিবর্তন হচ্ছে কি না খেয়াল রাখুন।
  • দুর্গন্ধযুক্ত প্রস্রাব হতে পারে। বেশ কয়েকবার এমনটা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • প্রস্রাবে ফোম বা ফেনা উঠতে পারে। সেদিকে খেয়াল রাখুন।
  • প্রস্রাবের সময় জ্বালা ভাব হতে পারে। পর্যাপ্ত পানি খাবেন। তবু জ্বালাভাব না কমলে চিকিৎসকের কাছে যাবেন।
  • চোখের চারদিকে ফোলাভাব দেখা যাবে। বিশেষ করে দুই চোখের নিচের অংশ ফোলাভাব হতে পারে।
  • শরীরে দুর্বলতা অনুভব হবে। সহজেই ক্লান্তিবোধ চলে আসবে।
  • ঘুম কমে যেতে পারে।
  • শরীরের মুখ ও দুই পায়ে ফোলাভাব হতে পারে। 
  • বমি বমি ভাব হতে পারে। এ ছাড়া কিছু ক্ষেত্রে বমি হওয়ারও প্রবণতা দেখা দেয়।
  • শরীরে শুকনো চুলকানি হতে পারে।
  • হাইপারটেনশন বা দুশ্চিন্তা, উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে।
  • শরীরে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে।
  • পিঠের নিচের অংশে ব্যথা হতে পারে। এ ছাড়া তলপেটেও ব্যথা অনুভব হতে পারে।

ওপরের এই উপসর্গগুলোর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।