• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ০৫:২২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২১, ০১:১৯ এএম

শিশুর করোনা কীভাবে বুঝবেন?

শিশুর করোনা কীভাবে বুঝবেন?

করোনা সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে। নতুন ধরনে আক্রান্ত এখন শিশুরাও। লক্ষণেও নতুন ছাপ দেখা যাচ্ছে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি হলেও নতুন করোনাভাইরাসে শিশুদেরও রেহাই দিচ্ছে না। 

শিশুর করোনায় আক্রান্ত হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে, তা অনেকেরই অজানা। তবে মজার বিষয় হলো, শিশুরা ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময় কোনো লক্ষণই প্রকাশ পায় না। বলতে গেলে নীরবেই শিশুর দেহে বাসা বাঁধে এই ভাইরাস। 

হার্ভার্ড হেলথ রিপোর্ট অনুযায়ী, করোনায় আক্রান্ত হওয়ার সময় অনেক বাচ্চার কোনো লক্ষণই প্রকাশ পায় না। অনেকের মধ্যে আবার কিছু লক্ষণ দেখা যায়, যেমন কাশি, হালকা জ্বর, সর্দি, ক্লান্তি, ইত্যাদি।

তবে সম্ভাব্যভাবে মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম (MIS-C) শিশুদের মধ্যে দেখা দিতে পারে, যা শিশুর হার্ট এবং শরীরের অন্যান্য অংশের জন্য বিপজ্জনক হতে পারে। আসুন জেনে নিই শিশুদের করোনাভাইরাস সংক্রমণের সাধারণ কিছু লক্ষণ-

  • দীর্ঘদিন ধরে জ্বর হতে পারে। জ্বর ১০১ ডিগ্রি ও ১০২ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।
  • শরীরে বিভিন্ন অংশে ব়্যাশ দেখা দিতে পারে।
  • চোখ লাল হয়ে যাবে।
  • পেটব্যথা হতে পারে।
  • গলায় ব্যথা হতে পারে।
  • ঠোঁট লাল হয়ে যাবে।
  • ঠোঁট ফাটা দেখা দেবে।
  • জিব অতিরিক্ত লাল হয়ে যাবে।
  • বমি বা ডায়রিয়া হতে পারে।
  • হাত-পা ফুলে যেতে পারে।
  • শিশুর মেজাজ খিটখিটে, অল্পতে বিরক্তিভাব হতে পারে।
  • শরীরে ক্লান্তিভাব হতে পারে।
  • জয়েন্টে ব্যথা থাকতে পারে।

এই লক্ষণগুলো দেখা গেলে শিশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করুন। তবে অবস্থা ভালো হলে ডাক্তারের নিয়মিত পরামর্শে বাড়িতে সেবা দিতে পারেন।