• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ০২:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ০২:৪৪ পিএম

দাঁড়িয়ে প্রস্রাব করলে মরণব্যাধির শঙ্কা

দাঁড়িয়ে প্রস্রাব করলে মরণব্যাধির শঙ্কা

রাস্তায় কিংবা শপিং মলে বেশির ভাগ পুরুষই দাঁড়িয়ে প্রস্রাব করেন। এই অভ্যাস থেকে মারাত্মক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন  চিকিৎসকরা। তাদের মতে, দাঁড়িয়ে প্রস্রাব করলে একাধিক মরণব্যাধি রোগ বাসা বাঁধে শরীরে। নানা কঠিন রোগের আশঙ্কা বেড়ে যায়।


উচ্চ রক্তচাপ

দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের ওপরের অংশে চাপ পড়ে না। এতে দূষিত বায়ু স্বাভাবিকভাবে বের হতে পারে না। সেই দূষিত বায়ু শরীরের ওপরের অংশে উঠে যায়। ফলে শরীরের অস্থিরতা দেখা দেয়। ধীরে ধীরে রক্তচাপ বেড়ে যায়, হৃদস্পন্দনের গতিও বৃদ্ধি পায়। এতে কঠিন রোগ শরীরে বাসা বাঁধতে শুরু হয়।


কিডনি স্টোন

বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ পড়ে। প্রস্রাবের মধ্যে থাকা দূষিত পদার্থ শরীর থেকে সহজেই বেরিয়ে যায়। কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করলে দূষিত পদার্থগুলো মূত্রথলির নিচে গিয়ে জমা হয়। এতে কিডনি-তে ‘স্টোন’ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।


ডায়াবেটিস- জন্ডিস

যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন, তারা কম বয়সেই ডায়াবেটিসে আক্রান্ত হোন। গবেষণায় দেখা গিয়েছে, জন্ডিস ও কিডনি রোগসহ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় দাঁড়িয়ে প্রস্রাব করলে।


প্রস্রাবের বেগ কমে যায়

দাঁড়িয়ে প্রস্রাব করলে ধীরে ধীরে প্রস্রাবের গতিও কমে যায়। বয়স যত বাড়বে জটিলতাও বেড়ে যাবে। একসময় গিয়ে কিডনির কঠিন রোগ দেখা দেয়।