• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৩:০০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২১, ০৩:০৯ পিএম

পোলট্রি মুরগি থেকে কি ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস?

পোলট্রি মুরগি থেকে কি ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস?

ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের সংক্রমণ নিয়ে এখনো চলছে নানা গবেষণা। তথ্য-উপাত্ত সংগ্রহ করে গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকেরা। প্রতিদিন নিত্য নতুন তথ্য বেরিয়ে আসছে। এর মধ্যে সংক্রমণ নিয়ে গুজবও ছড়াচ্ছে।

সম্প্রতি পোলট্রি মুরগি থেকে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ছড়ায় বলে ভারতের যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভারত সরকার এই তথ্য মিথ্যা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। 

আনন্দবাজার জানায়, পশুপাখি থেকে ব্ল্যাক ফাঙ্গাস ছড়াতে পারে, তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ভারত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের উৎস মিউকর নামক ছত্রাক থেকে, যা সাধারণত মানুষের নাকে বা মুখে পাওয়া যায়। এই রোগের উপসর্গ মূলত দাঁতে ব্যথা, মুখ ফুলে যাওয়া, মুখ অবশ হয়ে যাওয়া, নাকে কালচে দাগ, চোখ লাল হয়ে যাওয়া, মাথা ধরা, নাক দিয়ে রক্ত বা কালচে কফ বেরোনোসহ বেশ কিছু লক্ষণ দেখা যায়, যা শুধু মুখের অংশগুলোতেই বেশি হয়।

ওপরের এই উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে। সেই সঙ্গে ভিটামিন সি খাওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।