• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০২১, ০৫:২৭ পিএম

করোনার নতুন উপসর্গ এবার নখে

করোনার নতুন উপসর্গ এবার নখে

আফ্রিকান ভ্যারিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্ট কতই না প্রকার ভেদে করোনাভাইরাস আক্রমণ করছে মানবদেহে। সাধারণ উপসর্গ জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা, স্বাদ-ঘ্রাণের সমস্যার পাশাপাশি দেখা দিচ্ছে নানা উপসর্গ। যতই দিন যাচ্ছে নতুন রূপে নতুন উপসর্গ নিয়ে হাজির হচ্ছে মরণঘাতী এই ভাইরাস। সেই রেশ ধরে এবার মানুষের শরীরে নখের মধ্যেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। 

স্বাস্থ্যবিদদের মতে, মানবদেহের খবর বলে দিতে পারে নখ। নখ দেখেই বোঝা যায় আপনি শারীরিকভাবে কতটা সুস্থ। বিশেষত এই চিন্তাকেই কেন্দ্র করে গবেষণা চালানো হয়। যেখানে উঠে আসে করোনার উপসর্গ নখেও স্পষ্টভাবে ফুটে উঠে।

সম্প্রতি জিনিউজ প্রতিবেদনের জানায়, ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের উপসর্গ আঙুলের নখের ওপর দেখা যায়। নখের ওপর করোনার উপসর্গ নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন রোগীও শনাক্ত হয়েছেন। ধীরে ধীরে এই উপসর্গ প্রকট হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্ত রোগীর নখের কিছু পরিবর্তন হয়। নখের আকার ও রং বদলে যেতে পারে। কিংবা নখের ওপর একটি রেখা ফুটে উঠতে পারে।

করোনায় আক্রান্ত হলে শরীরে বেশ কিছু পরিবর্তন হয়। শরীরে লাল লাল ঘামাচির মতো উপসর্গ হয়। নখের রং বদলে যায়। এই লক্ষণকে চিকিৎসার পরিভাষায় বলা হচ্ছে কোভিড নেল। 

কেমন হতে পারে নখের ওপর উপসর্গগুলো, এমন প্রশ্নেরও বিস্তারিত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানান, আক্রান্ত রোগীর কারও ক্ষেত্রে লাল রঙের অর্ধেকটা চাঁদের মতো দাগ দেখা যায় নখের ওপর। বাকি অংশ সাদা থাকে। নখের লাল অংশ গাঢ় হওয়ার অর্থ হচ্ছে, আপনার শরীরের ভাইরাল লোড ক্রমশ বাড়ছে। যা বিপদের সংকেত দেয়। 

করোনা হলে বেশকিছু ক্ষেত্রে রোগীর শরীরে রক্ত জমাট বাঁধে। এক্ষেত্রে রক্ত নখের কাছে ক্লট বেঁধে গেলে এমন দাগ হয়। 

নখের মাঝে হালকা একটি রেখা দেখা দিতে পারে। শরীরের ভেতরে প্রদাহ শুরু হলে এই ধরনের রেখা দেখা দেয়। বেশকিছু ক্ষেত্রে নখ আলগা হয়ে যেতে পারে। আবার নখের কিছু অংশ কমলা রঙের হয়ে উঠতে পারে। 

কাজেই করোনার এই সময়টাতে নখের দিকেও লক্ষ্য রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। নখের ওপর রক্ত জমাট বা লালচে ভাব দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। করোনা পরীক্ষা করাতে হবে। 

তবে করোনা রোগীর নখে কতদিন এমন উপসর্গ দেখা যাবে, তা নিশ্চিতভাবে কিছু বলেননি বিশেষজ্ঞরা। তাদের ধারনা, ১ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত কোভিড নেল দেখা দিতে পারে।