• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০১:০৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০২১, ০১:০৩ এএম

যে কারণে ঢাকায় বাড়ছে করোনা রোগীর চাপ

যে কারণে  ঢাকায় বাড়ছে করোনা রোগীর চাপ
ফাইল ছবি

দেশজুড়ে বাড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ।

হাসপাতালেও চাপ বেড়েছে রোগীর। তবে বেশিরভাগ জেলার হাসপাতালে নেই আইসিইউ। তাই লকডাউনের ঝক্কি মাথায় নিয়ে একটু ভালো চিকিৎসার আশায় ঢাকায় আনা হচ্ছে রোগীদের।

ভোগান্তি পাড়ি দিয়ে এসেও পাচ্ছেন না পর্যাপ্ত সেবা। তবু একটু ভালো চিকিৎসার আশা। সাইরেন বাজিয়ে দূর-দূরান্ত থেকে অ্যাম্বুলেন্সগুলো যখন ঢাকায় পৌঁছায় তখন আক্রান্তরা শয্যাশায়ী।

আবদুর রহমান, স্ত্রী নাজমাকে নিয়ে এসেছেন জামালপুর থেকে। সঙ্গে ছোট ভাই। ১০ দিন ভুগে অবস্থার অবনতি হলে এসেছেন ঢাকায়। এতো পথ পাড়ি দিয়েও মেলেনি আইসিইউ।

রাজধানীর বাইরে করোনা সংক্রমন বাড়ছেই। সেই তুলনায় পর্যাপ্ত স্বাস্থ্যসুবিধা নেই বললেই চলে।

২৫ জুলাই (রোববার) স্বাস্থ্যমন্ত্রী নিজেও স্বীকার করেন, ঢাকায় ভর্তি রোগীদের ৭৫ ভাগই রাজধানীর বাইরের। তাই উপজেলা পর্যায়ের হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

কিন্তু যে গতিতে সংক্রমণ বাড়ছে, তার সমান্তরালে সেবার গতি বাড়ানো সম্ভব কিনা তা নিয়ে শঙ্কা আছে ভুক্তভোগীদের।

জাগরণ/এমএ