• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১০:৪৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০২১, ১০:৪৯ এএম

গবেষণা

টিকা নেয়া রোগীর মৃত্যু ঝুঁকি কম

টিকা নেয়া রোগীর মৃত্যু ঝুঁকি কম
প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীদের ৮০ ভাগই টিকা ছাড়া।

গবেষণা বলছে, টিকা নেয়া রোগীদের মৃত্যু ঝুঁকি কম।

যেসব রোগীদের আইসিইউতে নেয়া হচ্ছে, তাদের বেশির ভাগই টিকা নেননি।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, বেশি মানুষকে টিকার আওতায় আনতে দৈনিক টিকা দেয়ার পরিমাণ বাড়াতে হবে।

রাজধানীর প্রায় সব করোনা হাসপাতালের আইসিইউ'র সব বেডেই রোগী ভর্তি। রোগীদের বেশিরভাগই করোনার টিকা নেয়নি।

ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন আহমেদ জানান, করোনার টিকা নিয়েও যারা হাসপাতালে আসছেন তারা দ্রুত সেরে উঠছেন।

যুক্তরাষ্ট্রের এক গবেষণার তথ্য অনুসারে, টিকা নেয়ার পরও কোভিডে আক্রান্ত হয়ে আইসিইউতে যাওয়ার হার ২ থেকে ৫ ভাগ। আর ৯৫ ভাগই থাকছেন সুরক্ষিত।

বাংলাদেশ মেডিসিন সোসাইটির গবেষণা বলছে, হাসপাতালে চিকিৎসাধীন ৮০ ভাগ রোগীই টিকা ছাড়া। ২০ ভাগ টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন।

জনস্বাস্থ্যবিদরা বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পরও মাস্ক পরাসহ মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।

জাগরণ/এসএসকে