• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১১:১৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০২১, ১১:১৩ এএম

‘তিনবার টিকা নেয়ার দাবি সত্য নয়’

‘তিনবার টিকা নেয়ার দাবি সত্য নয়’
উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ ● ফাইল ছবি

একদিনে সৌদিগামী একজনকে তিনবার টিকা দেয়ার দাবি নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে ওমর ফারুক নামের নারায়ণগঞ্জের ওই ব্যক্তির দাবি সত্য নয় বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টিকে টিকাবিরোধী প্রচারণা বলেও মন্তব্য করেছেন বিএসএমএমইউ-এর উপাচার্য।

তবে হাসপাতাল থেকে সরবরাহ করা কয়েকটি নম্বরে দিনভর চেষ্টা করেও ফারুকের সাথে যোগাযোগ করা যায়নি।

সোমবার (২৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন নারায়ণগঞ্জের ওমর ফারুক। টেলিভিশন ক্যামেরার সামনে তিনি দাবি করেন, তিনবার টিকা দেয়া হয়েছে তাকে। তিনিও না বুঝেই ওই টিকা নিয়েছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, তিন ডোজ টিকা দেয়ার খবর সঠিক নয়। এমনটি ঘটার কোনও সম্ভাবনাই নেই। তিনি বলেন, তিনবার টিকা নেয়ার কথা বলা ওমর ফারুককে খোঁজা হচ্ছে। ঘটনার আসল কারণ জানতে তদন্ত চলছে।

বিএসএমএমইউ ওমর ফারুকের ঠিকানা দিতে অপারগতা জানায়। তবে তাদের দেয়া নম্বরে ফোন করলেও জবাব আসে, এই নম্বর ওমর ফারুকের নয়।

প্রকৃত ব্যক্তিকে খুঁজে না পাওয়ায় এ বিষয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটেনি।

জাগরণ/এসএসকে