• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১২:৩২ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০২১, ০৬:৩৫ এএম

কোভিড-১৯

দেশে গত ৩১ দিনে মারা গেছেন ৬,১৮২ জন

দেশে গত ৩১ দিনে মারা গেছেন ৬,১৮২ জন
প্রতীকী ছবি

দেশে করোনায় প্রাণহানি এখনও ঊর্ধ্বমুখী।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২১৮ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

দেশে করোনায় টানা ৭ দিন ধরে প্রাণহানি দুইশোর ওপরে। যাতে মারা গেছেন এক হাজার ৬৩৯ জন। জুলাই মাসে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮২ জনের।

এটি মোট প্রাণহানির ৩০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সবশেষ তথ্য বলছে, সপ্তাহ ব্যবধানে মৃত্যু বেড়েছে ১৯.০৩ শতাংশ। পরীক্ষা বিবেচনায় শনাক্ত বেড়ে ৫৭.৭৮ শতাংশ।

জাগরণ/এমএ