• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১০:৩১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০২১, ১০:৩১ পিএম

ডেঙ্গু পরিস্থিতি

সোমবার থেকে দক্ষিণ সিটিতে চিরুনি অভিযান

সোমবার থেকে দক্ষিণ সিটিতে চিরুনি অভিযান
ফাইল ছবি

করোনার প্রকোপের মধ্যেই আরেক বিপদ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু ১ আগস্টেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৩৭ জনের।

তাদের মধ্যে ২১৯ জনই ঢাকার।

একে তো করোনা। তারওপর নতুন বিপদ যুক্ত হয়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে রোগী। ১ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯১ জন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আলোচনায় তাই গুরুত্ব পেয়েছে বিষয়টি।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘ঢাকায় ডেঙ্গু আক্রান্তের যে চিত্র তার ৬৫ ভাগই দক্ষিণ সিটির। তাই ১৫ আগস্টের মধ্যে যে কোনও মূল্যে ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ সে জন্য তিনি কাউন্সিলরদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

ডেঙ্গু নিয়ে আগের অবস্থানেই আছে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস। তার মতে, পরিস্থিতি এখনও আশঙ্কাজনক নয়।

সোমবার (২ আগস্ট) থেকে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান করতে কাউন্সিলরদের নির্দেশ দেন দক্ষিণের মেয়র।

জাগরণ/এমএ