• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:০৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:০৬ এএম

ঢাকার পথে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

ঢাকার পথে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা
ফাইল ফটো

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা পৌঁছাবে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে পাশে থাকবে। যখন প্রয়োজন হবে, তখনই চীনকে পাশে পাবে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে। দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা আসে। ৩০ জুলাই আসে ৩০ লাখ টিকা।

গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরো ১৭ লাখ ৭০ টিকা ঢাকায় আসে।

সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

জাগরণ/এমএ