• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ১১:২২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১, ১১:২২ পিএম

১২ দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি সাড়ে তিন হাজার

১২ দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি সাড়ে তিন হাজার
ফাইল ফটো

মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১২ দিনে ৩ হাজার ৫১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩১৯ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। 

স্বাস্থ্য অধিদফতরের হিসাবমতে, দেশে জুলাই থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ১ থেকে ১০ বছর বয়সী রোগী প্রায় ২৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ২১ থেকে ৩০ বছর বয়সীরা, যা প্রায় ২৩ শতাংশ।

চলতি বছর বর্ষা মৌসুম শুরুর পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন নানা উদ্যোগ নেয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সিংহভাগই রাজধানীর বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩১৯ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৬০ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮৭৫ জন। আর সুস্থ হয়েছে ১২ হাজার ৫৬১ জন।

জাগরণ/এমএ