• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:১৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:১৬ এএম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রম শুরু
ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী শুরু হয়েছে করোনার গণটিকা কার্যক্রম।

সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় করোনার টিকার জন্য কেন্দ্রগুলোতে মানুষ ভিড় করছে।

মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) সকাল ৯টা থেকে ৪ হাজার ৬০০ ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে একযোগে টিকাদান চলবে।

২৫ বছরের বেশি বয়সী যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন, তাদেরই টিকা দেয়া হবে। 

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স্ক, শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ বিবেচনায় আনব। তবে স্তন্যদানকারী মা ও গর্ভবতীদের আনা যাবে না। টিকা নেয়ার সময় জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে আনতে হবে।

স্বাস্থ্যের ডিজি বলেন, যারা টিকা পাবেন এরই মধ্যে তাদের মোবাইলে এসএমএস পাঠিয়ে কেন্দ্র জানিয়ে দেয়া হয়েছে। এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজের টিকা দেয়া হবে।

একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে। ৮০ লাখ লক্ষ্যমাত্রা না পৌঁছানো পর্যন্ত এ গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে।

জাগরণ/এসএসকে/এমএ