• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১১:৫৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০২১, ১১:৫৯ এএম

ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থী হার বেড়েছে

ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থী হার বেড়েছে
ফাইল ফটো

স্কুল-কলেজের শিক্ষার্থীদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়েছে।

এক সপ্তাহে মোট আক্রান্তের ৪৫ শতাংশের বয়স ২০ বছরের মধ্যে। এমন পরিস্থিতিতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস দমনে জোর দিচ্ছেন চিকিৎসকরা।

শনির আখড়ার বাসিন্দা নবম শ্রেণির ছাত্র মাহিম। স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। স্কুল খোলার ৪ থেকে ৫ দিনের মধ্যেই আক্রান্ত হয় ডেঙ্গুতে। জটিলতা বাড়ায় চিকিৎসা চলছে হাসপাতালে। মাহিমের মতো অনেক শিক্ষার্থীই ভর্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্তের হার ৪৫ দশমিক ছয়-পাঁচ শতাংশ। যার বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। সচেতন না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে চিকিৎসকরা।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ১৯ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ১৭০ জন । আর সরকারি হিসেবেই মারা গেছেন ৭৩ জন।

জাগরণ/এমএ