• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১২:৪৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ১২:৪৩ এএম

দেশে টিকা পেয়েছেন ২ কোটি মানুষ

দেশে টিকা পেয়েছেন ২ কোটি মানুষ
সাম্প্রতিক ছবি

দেশের বর্তমান করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এরই মধ্যে ২ কোটি লোককে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা টিকা এখন উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ভবিষ্যতে টিকা রফতানি করাও সম্ভব হতে পারে।’

সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত এপ্রিল মাসে বিদেশি কোম্পানির তৈরি টিকা দেশি কোম্পানির মাধ্যমে উৎপাদনের নীতিগত অনুমোদন দেয়। এরপর অগাস্ট মাসে চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা বাংলাদেশে এনে বোতলজাতকরণ ও সরবরাহের জন্য চুক্তি করে বাংলাদেশের কোম্পানি ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।

ওই চুক্তির আওতায় চীন থেকে বাল্ক টিকা এনে বাংলাদেশে ভায়ালে ভরা এবং লেবেলিংয়ের কাজটি করবে ইনসেপ্টা। তাদের কাছ থেকে সরকার সেই টিকা কিনে নেবে।
সরকারিভাবেও যাতে টিকা উৎপাদন করা যায়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন বলে সে সময় জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাগরণ/এসএসকে