• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১২:১৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২১, ০৬:৩৮ এএম

১৮ বছরেই করা যাবে টিকার নিবন্ধন

১৮ বছরেই করা যাবে টিকার নিবন্ধন
প্রতীকী ছবি

এখন থেকে ১৮ বছর বয়স হলেই সুরক্ষা অ্যাপে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী টিকার জন্য নিবন্ধন করা যাবে।

বুধবার (২০ অক্টোবর) এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক শামসুল হক। 

অর্থাৎ দেশের ১৮ বছর তদুর্ধ্ব সব নাগরিক করোনার টিকা নিতে পারবেন। এর আগে সর্বনিম্ন ২৫ বছর বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারতেন। 

শামসুল হক জানান, টিকা নিবন্ধনের বয়সসীমা ১৮ বছরে নামিয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত থেকে নিবন্ধন চালু হয়েছে। 

গত ১৪ অক্টোবর স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা দেয়া হয়। 

জাগরণ/এসএসকে