• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ১২:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২২, ১২:৪৯ পিএম

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ।

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ।
ফাইল ফটো।

চট্টগ্রাম ব্যুরো// 
চট্টগ্রামে নতুন করে আক্রান্ত বেড়ে আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। তবে করোনা আক্রান্ত হয়ে এদিন কারও মৃত্যু হয়নি। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৩ জন। ওইদিন করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৭৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৮ জনের মধ্যে ১ জন আনোয়ারা, ১ জন পটিয়া, ১ জন বোয়ালখালীতে, ২ জন হাটহাজারী, ২ জন মিরসরাই ও ১ জন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৮ জন, অ্যান্টিজেন টেস্টে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৯০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৫০৪ জন। বাকি ২৮ হাজার ৪০০ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

 

এসকেএইচ//