• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৬, ২০১৯, ০১:৪৪ পিএম

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৬

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৬

 

আফগানিস্তানের জালালাবাদ শহরের বিমানবন্দরের পাশে এক আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে। পূর্বাঞ্চলের নানগহর প্রদেশের রাজধানী হিসেবে পরিচিত এই জনবসতিপূর্ণ শহরের বিমানবন্দরের পাশে একটি নির্মাণ প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে এ হামলা চালানো হয়। বোমা হামলার পর দুই পক্ষের গুলিতে আরো ১২ জন নিহত হয়।

নানগহর প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আয়াতুল্লাহ খোগানি বলেছেন, ভিড়ের মধ্যে হেটে এসে আতামঘাতি হামলাকারি তার শরীরের সঙ্গে থাকা বোমাটির বিস্ফোরন ঘটায়। আক্রমাণরে স্থান থেকে বিমানবন্দর পায়ে হাটা দুরত্বে। প্রদেশের পুলিশ বাহিনীর প্রধান জেনারেল গুলাম সানায়ী স্তানিকজাই বলেছেন, বিস্ফোরনের পরপরই হামলাকারির সঙ্গীরা এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ এখনো চলছে। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
 
স্তানিকজাই আরো বলেছেন, সেখানে মার্কিন বাহিনীও এসে পৌছেছে। এখনো কোনো জঙ্গি গোষ্ঠি হামলার দায় স্বীকার করেনি।  

সূত্র: আল জাজিরা

এসজেড