• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৬, ২০১৯, ০৩:২০ পিএম

অযোধ্যা মামলা

মধ্যস্থতা নিয়ে রায় দিল না সুপ্রিম কোর্ট

মধ্যস্থতা নিয়ে রায় দিল না সুপ্রিম কোর্ট

 

অযোধ্যা মামলায় জমি বিবাদ সংক্রান্ত বিষয়টি মধ্যস্থতার মাধ্যমে মেটানো যায় কিনা, সে নিয়ে আজও কোনও রায় দিল না ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার এ মামলার শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ মধ্যস্থতাকারীদের নাম ঠিক করার প্রস্তাব দেন আবেদনকারীদের। মধ্যস্থতার প্যানেলে কারা থাকছেন, সে ব্যাপারে ঠিক করতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিন শুনানিতে দেশটির সর্বোচ্চ আদালত জানায়, ‘‘আমরা এ নিয়ে শীঘ্রই রায় দিতে চাই।’’

মধ্যস্থতার মাধ্যমে জমি বিবাদ মেটাতে রাজি মুসলিম পিটিশনকারীরা। তাঁদের আইনজীবী রাজীব ধাওয়ান এদিন আদালতে জানান, ‘‘মধ্যস্থতার ব্যাপারে সহমত মুসলিম পিটিশনকারীরা।’’ অন্যদিকে, আইনজীবী রাম লালা বিরাজমান জানান, রাম জন্মভূমিতে মন্দির তৈরির জন্য মধ্যস্থতার প্রস্তাব আগেও দেওয়া হয়েছে। তবে তা ব্যর্থ হয়েছে। বরং মসজিদ তৈরির জন্য আলাদা জমি বরাদ্দ করা হোক।

প্রসঙ্গত, অযোধ্যা মামলায় তিন বিচারপতির লক্ষ্ণৌ বেঞ্চ ২০১০ সালে ৩ অগাস্ট সব পক্ষের বক্তব্য শোনার পর মধ্যস্থতার পথে যাওয়ার চেষ্টা করেছিল। সমস্ত আইনজীবীদের চেম্বারে ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁরা মিটমাট চান কিনা। এ প্রক্রিয়া সফল হয়নি, কারণ হিন্দু পক্ষ বলেছিল, এ প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

সূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস

এসজেড