• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২৬, ২০১৯, ১০:৫৫ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০১৯, ১০:১৬ পিএম

বিশেষ ডুডলে বাঙালি জাতিসত্ত্বার প্রতি গুগলের শ্রদ্ধা

বিশেষ ডুডলে বাঙালি জাতিসত্ত্বার প্রতি গুগলের শ্রদ্ধা
২৬ মার্চের বিশেষ গুগল ডুডল

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের বিশেষ ডুডল প্রকাশের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিশ্ব নন্দিত অনলাইন সার্চ ইঞ্জিন গুগল। 

সোমবার (২৬ মার্চ) প্রথম প্রহর থেকেই নিজেদের সার্চিং হোম পেজে ডুডলে লাল সবুজের সমন্বয়ের পাশাপাশি ঐতিহ্যবাহি নৌকা প্রতীকের ব্যবহারের মাধ্যমে নৌ পথে নানা বানিজ্যিক কার্যক্রমের প্রতীকী ছবি তুলে ধরে। তাদের এই বিশেষ ডুডলে ক্লিক করা মাত্র স্ক্রিনে ফুটে উঠছে একটি উইকি পেজ যেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকালীন এই বিশেষ দিনের বিস্তারিত তথ্য প্রদর্শিত রয়েছে। গুগলের পাতায় প্রবেশ করলে দেখা যাচ্ছে প্রতিটি পাতার বা পাশের কোনায় ফুটে উঠছে মাথায় পতাকা বাধা একজন মুক্তিযোদ্ধার প্রতিকৃতি।

বিশ্বের বিশেষ বিশেষ দিবসগুলোতে নিজেদের ডুডলের মাধ্যমে উদযাপন প্রকাশ করে গুগল। এবার তারা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের এই উদযাপনটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিলো।

এস_খান