• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৩:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০১৯, ১১:০৫ পিএম

লাগাতার ৮ম বিস্ফোরণে কাপঁলো শ্রীলঙ্কা, দেশজুড়ে কারফিউ 

লাগাতার ৮ম বিস্ফোরণে কাপঁলো শ্রীলঙ্কা, দেশজুড়ে কারফিউ 

আবারও বিস্ফোরণ! সকালের ৬টি সিরিজ বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই পর পর আরও দুটি বিস্ফোরণে কেঁপে উঠলো শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। 

সর্বশেষ ৮ম বিস্ফোরণে এবার কাঁপলো দেমাতো গোদার মহাভিলা রোডের একটি আবাসিক এলাকা। জানা যায়, এসময় ছোট ছোট তিনটি বিস্ফোরণ ঘটে এলাকাটিতে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এঘটনার পর পর সারা দেশজুড়ে কারফিউ জারি করেছে লঙ্কান সরকার। দেশটির প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েট থেকে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী দিন সকাল ৬টা পর্যন্ত কিরফিউয়ের ঘোষণা আসলেও দেশটির পুলিশ প্রধানের পক্ষ থেকে তা অনির্দিষ্ট সময়ের জন্য বলে জানিয়েছেন শ্রীলঙ্কান পুলিশের মহাপরিদর্শক পূজীট সুন্দরা।

এর কিছু সময় আগে ৭ম বিস্ফোরণ হয়েছে কলম্বোর দেহিওয়ালা চিড়িয়াখানায়। এতে অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৫৬ জন। বিস্ফোরণে আহত হয়ছেন ৩০০ জনেরও বেশি।

বিস্তারিত আসছে...

 
এসকে