• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৯:২১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ০৫:২৯ পিএম

শ্রীলঙ্কা বোমা হামলা

অভিযান রুখতে আত্মঘাতী প্রচেষ্টা, নিহত ৩

অভিযান রুখতে আত্মঘাতী প্রচেষ্টা, নিহত ৩

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় জড়িত সন্দেহে দেশজুড়ে চালানো বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেফতার করেছে দেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সদস্যরা। এ সময় গ্রেফতার ঠেকাতে সন্দেহভাজন এক সন্ত্রাসী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ৩ এসটিএফ সদস্য নিহত হন। দ্য ইকোনোমিক টাইমস 

রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা দেয়া এসটিএফ-এর এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা দ্য ইকোনোমিক টাইমস জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় বোমা হামলায় জড়িত সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে অভিযান চালায় বিশেষ বাহিনীটির একটি দল। এসময় এলাকার একটি আবাসিক ভবনের ভেতর প্রবেশের চেষ্টা চালানোর সময় ভেতরে থাকা এক সন্দেহভাজন ব্যক্তি তাঁর সাথে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় টাস্ক ফোর্সের সামনের দিকে থাকা তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আটক করা হয়য় সেই আত্মঘাতী হামলাকারীকে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। সকালের ৬টি সিরিজ বোমা বিস্ফোরণের পর দেশটিতে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। এর মাঝেই পর পর আরও দুটি বিস্ফোরণে কেঁপে উঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দুটি এলাকা।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ বিদেশিসহ ২১৫ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সিরিজ বিস্ফোরণে প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি আহত হন।

এসকে