• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০১:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ১১:০৭ পিএম

তিনটি বোমা এখনো রয়েছে

‘এ হামলায় আন্তর্জাতিক সম্পৃক্ততা স্পষ্ট’

‘এ হামলায় আন্তর্জাতিক সম্পৃক্ততা স্পষ্ট’
রাষ্ট্রপতি সচিবালয়ের উপদেষ্টা ও সমন্বয়কারী শিরাল লাকথিলাকা

 

রাষ্ট্রপতি সচিবালয়ের উপদেষ্টা ও সমন্বয়কারী শিরাল লাকথিলাকা ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বলেছেন, তদন্তকারীরা সন্দেহ করছেন কমপক্ষে আরো তিনটি বোমা বিস্ফোরণের অপেক্ষায় আছে এবং এগুলো খুঁজে পেতে তৎপরতা জারি রেখেছে নিরাপত্তা বাহিনী।   

লাকথিলাকা আরো বলেছেন, ‌‘এ হামলায় আন্তর্জাতিক সম্পৃক্ততা স্পষ্ট।’ তিনি আরো জানান, সিনামন গ্র্যান্ড হোটেলের বিস্ফোরণের আগে সেখানে যাওয়া একটি গাড়ির ‘সন্দেহজনক গতিবিধির’ ভিত্তিতেই সাতজনকে আটক করা হয়েছে। লাকথিলাকা বলেন, ‘শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময়েও এ ধরনের সিরিজ বোমা হামলা বা হত্যার ঘটনা ঘটেনি। আমরা এই হামলার সঙ্গে কয়েক বছর আগে নায়জেরিয়া (২০১১) এবং পাকিস্তানে (২০১৮) হামলার মিল পেয়েছি।’

নিরাপত্তা এবং গোয়েন্দা ক্ষেত্রে ঘাটতি থাকার বিষয়ে তিনি বলেন, ‘সম্ভাব্য সবকিছুই তদন্ত করে দেখা হবে। গাফিরতি ছিল কি না, এখনই সে বিষয়ে বলাটা ঠিক হবে না। তবে এটাও ঠিক, সন্ত্রাসীরা নিরাপত্তা ব্যবস্থাকে ছিন্ন করতে সক্ষম হয়েছে... এবং অবশ্যই আমরা এর পেছনে আন্তর্জাতিক সম্পৃক্ততা সন্দেহ করি। যদিও এখনো রাজনৈতিক বা ধর্মীয় দিক থেকে কারো দিকে আঙুল তুলছি না। হোটেল এবং সবধরনের উপাসনা কেন্দ্রের নিরাপত্তা কোঠর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য সহায়তা করার জন্য সেনাকে প্রস্তুত রাখা রয়েছে।’

সূত্র : টাইমস অনলাইন

এসজেড