• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০১:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ০৮:২১ পিএম

শ্রীলঙ্কায় আবারো কারফিউ জারি

শ্রীলঙ্কায় আবারো কারফিউ জারি

 

আজ স্থানীয় সময় রাত আটটা থেকে আবারো দেশব্যাপি কারফিউ জারির কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকারের তথ্য মন্ত্রণালয়। দুপুর ১২টার দিকে এক বিবৃতিতে বলা হয়, তদন্তকারী সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় রাত ৮টা থেকে পুনরায় কারফিউ জারি করা হচ্ছে। এ কারফিউ পরদিন ভোর ৪টা পর্যন্ত বলবত থাকবে। এ সময়ে দেশবাসিকে যার যার ঘরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল ২১ এপ্রিল শ্রীলঙ্কার তিনটি গির্জা ও পাঁচতারা হোটেলে সিরিজ বোমা হামলার পর সন্ধা ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়। তবে সকালে কারফিউ শিথিল করা হলেও, বেশিরভাগ মার্কেট-দোকান বন্ধ ছিল। সড়ক-মহাসড়ক ও বাজারগুলোতেও লোকজন ছিল না। বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন কার্যালয় বন্ধ রয়েছে।

সিরিজ এই বোমা হামলায় ২৯০ জন নিহত এবং আরো ৫০০ জন আহত হয়েছেন। আহতদের অনেকেরেই অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষগুলো।

সূত্র : টাইমস অনলাইন।