• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ০৯:২১ পিএম

আরো হামলার সম্ভাবনা

শ্রীলঙ্কা ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কা ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

 

সন্ত্রাসীরা শ্রীলঙ্কায় আরো হামলার পরিকল্পনা করছে জানিয়ে নাগরিকদের দেশটি ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

রোববার জারি করা সংশোধিত ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, “সামান্য আভাস বা কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে।” হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পর্যটন কেন্দ্র, শপিং মল, হোটেল, বাস ও রেল স্টেশন, বিভিন্ন প্রার্থনা কেন্দ্র, বিমানবন্দর ও জনসমাগম পূর্ণ এলাকার কথা বলা হয়েছে।

বর্তমানে যেসব মার্কিন নাগরিক শ্রীলঙ্কায় আছেন বা যাওয়ার পথে আছেন তাদের যুক্তরাষ্ট্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রর্যটন তালিকাভুক্তি প্রোগ্রামে নাম লিপিবদ্ধ করতে বলা হয়েছে। এছাড়া বিশেষ প্রয়োজনে কলম্বোর মার্কিন দূতাবাসেও যোগাযোগ করতে বলা হয়েছে।  

রোববার শ্রীলঙ্কার কয়েকটি অভিজাত হোটেল ও গির্জায় বোমা হামলায় ২৯০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন পাঁচ শাতধিক।

সূত্র : সিএনএন

এসজেড