• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০১:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৭:৫৭ পিএম

লোকসভা নির্বাচন ২০১৯

কোন রাজ্যে কত জনসভা করলেন মোদী এবং রাহুল?

কোন রাজ্যে কত জনসভা করলেন মোদী এবং রাহুল?

 

এই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দুজনেই পুরো দেশ চষে বেড়িয়েছেন। ভোটারদের মন জয় করতে, নিজের দলের দিকে টানতে করেছেন শতাধিক জনসভা। তবে দুজনের মধ্যে এগিয়ে মোদী, তিনি মোট জনসভা করেছেন ১৪৪টি। অপরদিকে রাহুল করেছেন ১২৪টি জনসভা।   

প্রধানমন্ত্রী মোদীর মূল নজর ছিল উত্তরপ্রদেশেই। এ রাজ্যে ৩৬ জনসভা ও রোড শো করেছেন তিনি। দ্বিতীয় নজর পশ্চিমবঙ্গে, যেখানে ১৭টি জনসভা করেছেন ৪২টি আসনের জন্য। তৃতীয় নজর ওড়িশায় ২১ টি আসনের জন্য ৮টি জনসভা করেছেন তিনি।

রাহুল গান্ধীর মূল নজরও উত্তরপ্রদেশে, এই রাজ্যের ৮০ টি লোকসভা আসনের জন্য ১৮টি জনসভা করেছেন কংগ্রেস সভাপতি। রাজস্থানে ১২টি জনসভা করেছেন তিনি ২৫টি আসনের জন্য। এই আসনে গতবছর বিধানসভা দখলে নেয় কংগ্রেস। তৃতীয় গুরুত্ব দিয়েছেন কেরালায়, ২০টি আসনের জন্য এখানে মোট ১২টি সভা করেন রাহুল।

এসজেড