• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০১:২৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ০১:২৬ পিএম

ইন্দোনেশিয়ায় পুনরায় প্রেসিডেন্ট হলেন জোকো উইদোদো

ইন্দোনেশিয়ায় পুনরায় প্রেসিডেন্ট হলেন জোকো উইদোদো

ইন্দোনেশিয়ার পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জোকো উইদোদো। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

মঙ্গলবার (২১ মে) সকালে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার আগেই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের হুঁশিয়ারি দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুবিয়ান্তো।  

বার্তা সংস্থা এফপি জানায়, ফল ঘোষণার আগে সংঘর্ষের আশঙ্কায় রাজধানী জাকার্তায় ৩২ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৬ কোটিরও বেশি। ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ৮ লাখেরও বেশি কেন্দ্রে ১৯ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৮০ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৬ কোটি জনসংখ্যার দেশটিতে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিনে জাতীয় ও আঞ্চলিক সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

প্রাথমিক ভোট গণনার পর দুই প্রেসিডেন্ট প্রার্থীই নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন। মঙ্গলবার ঘোষিত ফলাফলে দেখা গেছে উইদোদো ৫৫ দশমিক ৫ শতাংশ ও সুবিয়ান্তো ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। 

এর আগে ২০১৪ সালে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। 

বিএস