• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০১:৫৭ পিএম

কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠক

রাহুলের ইস্তফা গ্রহণ করেনি দল

রাহুলের ইস্তফা গ্রহণ করেনি দল

পূর্বাভাস মতই শনিবার (২৫ মে) কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ইস্তফা দিতে চাইলেন দলটির বর্তমান সভাপতি রাহুল গান্ধী। কিন্তু সভাপতি পদ থেকে তার ইস্তফা দেয়ার বিষয়ে অসম্মতি প্রকাশ করেছে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ মে) ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির প্রকাশিত খবরে বলা হয়, এবার নিয়ে পরপর দুবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল ভাল হয়নি। আর তার দায় নিয়েই পদ ছাড়তে চান রাজীব-তনয়। কিন্তু রাহুলের এই সিদ্ধান্ত মেনে নেয়নি তার দলের নেতাকর্মীরা।

২০১৪ সালের পর ২০১৯ সালেও একক সংখ্যাগোরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে বিজেপি। এবার একাই ৩০০-র বেশি আসন পেয়েছে নরেন্দ্র মোদীর দল। অপরদিকে এবারও কংগ্রেসের ফল ভাল হয়নি। সপ্তদশ লোকসভা নির্বাচনে দলটি পেয়েছে মাত্র ৫২ আসন। এই পরিস্থিতিতে আজ সকালে বৈঠকে বসে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি। 

গুঞ্জন চলছিল যে, এই বৈঠকেই পদ ছাড়ার কথা বলতে পারেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। শে অবদি করেছেনও তাই। কিন্তু তার এই সিদ্ধান্তে জোর আপত্তি তোলে দলের হাইকমান্ডসহ অন্যনান্য নেতৃবৃন্দ।

এসকে