• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৪:১১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৪:১৪ পিএম

এনডিএ জোটের বৈঠক আজ, ফের প্রধানমন্ত্রী পদে মোদী

এনডিএ জোটের বৈঠক আজ, ফের প্রধানমন্ত্রী পদে মোদী

সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের পর নতুন মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করছে বিজেপি নেত্ররেত্বাধীন এনডিএ জোট। আর সে বৈঠকে আবারও প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর নামই প্রস্তাব করতে যাচ্ছেন নির্বাচিত সদস্যরা, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। নির্বাচন কমিশনের দেওয়া ফল অনুযায়ী ৫৪২টি আসনের মধ্যে ৩৫১টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ।

শনিবার (২৫) ভারতীয় বার্তাসংস্থার প্রকাশিত সংবাদে জানা যায়, নিরঙ্কুশ এই জয়ের পর শুক্রবার (২৪ মে) বর্তমান মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা নিজেদের পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করে  নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার অনুরোধ করেন।

খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় পার্লামেন্টের সেন্ট্রাল হলে বৈঠকে বসবেন এনডিএ জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। নব নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে সেখানে ভাষণ দেবেন মোদী। বিজেপি নেতারা বলছেন, এই বৈঠকে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর পুনর্নির্বাচিত হওয়া আনুষ্ঠানিকতা মাত্র। কারণ আগেই মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করে রেখেছে এনডিএ জোট।

এনডিএ জোটের সংসদ সদস্যদের বৈঠক শেষে পার্লামেন্টের অ্যানেক্স ভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে জোটকে আবারও নিরঙ্কুশ জয় উপহার দেওয়ায় মোদীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাস করবেন মন্ত্রীরা। এমন তথ্যই দেয়া হয়েছে প্রকাশিত খবরগুলোতে।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী ৩০ মে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। অবশ্য শপথ নেওয়ার আগেই নিজের আসন বানারস বা বারাণসী সফর করে ভোটারদের ধন্যবাদ জানাতে পারেন মোদী।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে প্রতিবেশি আট দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। দরবার হলে শপথের রেওয়াজ ভেঙে রাষ্ট্রপতি ভবনের সামনের খোলা মাঠে শপথ নিয়েছিলেন তিনি।

ভারতের সংবিধান অনুযায়ী, আগামী ৩ জুনের আগেই ১৭তম লোকসভা গঠন করতে হবে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সাথে দেখা করে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা হস্তান্তরের পরই নতুন লোকসভা গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানা যায়।
এসকে