• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৯:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০৯:০৮ পিএম

পুলওয়ামার থানায় গ্রেনেড ছুড়ল জঙ্গিরা

পুলওয়ামার থানায় গ্রেনেড ছুড়ল জঙ্গিরা

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় থানা লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছে জঙ্গিরা। ব্যস্ত রাস্তায় বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নাগরিক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আহত বহু। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে গতকালই বিস্ফোরক নিয়ে হামলা করে জঙ্গিরা। দুই সেনা শহিদ হন। আহত হন ১৬ জন। পুলওয়ামার আরিহাল গ্রামের কাছে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর একটি গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

জম্মু ও কাশ্মীরে সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি হানা। ১০ জন নিরাপত্তা বাহিনীর কর্মীর মৃত্যু ঘটেছে গত পাঁচ দিনে। মঙ্গলবার অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনার মৃত্যু হয়। দু'জন জঙ্গি, যার মধ্যে একজনের কাছে বিস্ফোরক বোঝাই গাড়ি ছিল, যা দিয়ে ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল, সেও আজকের এনকাউন্টারে মারা গেছে।

সূত্র : এনডিটিভি

এসজেড