• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ১০:০৯ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ১০:১১ এএম

২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

দ্বিতীয় দফার জন্য প্রচারণা শুরু ট্রাম্পের

দ্বিতীয় দফার জন্য প্রচারণা শুরু ট্রাম্পের

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে, পুনরায় রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডো শহর থেকে এই প্রচারণা শুরু করেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়ার হাত ধরে যখন প্রচারণা মঞ্চে উপস্থিত হন ট্রাম্প,  উপস্থিত সমর্থকেরা ‘ফোর মোর ইয়ার্স’ এবং ‘মেক আমেরিকা গ্রেট এগাইন’ স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

নিজ বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, ‌‌‘আজ সেই ব্যক্তি হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি যে আজ থেকে প্রায় চারবছর আগে ওয়াশিংটনে ক্ষমতাসীন হয়ে দেশের জন্য নিবেদিত হয়েছে এবং বর্তমানে ডেমোক্রেটিক দলের রাজনৈতিক হেয় প্রতিপন্নতার শিকার।’

ট্রাম্প বলেন, ‘কোনো পরিচিত বা নির্বাচিত জন হিসেবে আসিনি। আমি এসেছি সেই বহিরাগত আগুন্তুকের মত, যে সেই চার বছর আগে আপনাদের মাঝে এসেছিলো এবং জনগনের দ্বারা ও জনগনের জন্য একটি আদর্শ আমেরিকা প্রতিষ্ঠায় কাজ শুরু করে। যে একটি ভঙ্গ রাজনৈতিক দুর্দশা থেকে দেশকে তুলে এনে চরম অর্থনৈতিক উন্নয়ণের পথে ধাবিত করেছে।’

এ সময় বিগত চার বছর মেয়াদের সার-সংক্ষেপ উপস্থাপন করতে গিয়ে অভিবাসী ও শরণার্থী ইস্যুতে তার প্রতি গণমাধ্যম ও হিলারী ক্লিন্টনসহ ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দের অন্যায্য আচরণ ও অবমূল্যায়ণের কথা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিকতা নয় গণতান্ত্রিকতায় বিশ্বাসী। এদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিকদের জন্য, বহিরাগত অপরাধীদের জন্য নয়। আপনারা জানেন, ডেমোক্রেটরা সর্বদাই দেশকে একটি ধ্বংসাত্মক পরিস্থিতির দিতে ঠেলে দিতে চায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত এ দলটি (রিপাবলিকানস) ক্ষমতায় থাকবে, তা হতে দেবে না।’

নিজের ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীদের ‘কট্টর বামপন্থীদের দল’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটদের পক্ষে একটি ভোট দেয়ার অর্থ কট্টর বামপন্থী সমাজতান্ত্রিকতার পক্ষে এবং প্রতিষ্ঠিত আমেরিকার গণতন্ত্রের বিপক্ষে ভোট দেয়া। যা একটি মহান মার্কিন সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নকে বিনষ্ট করবে।’

২০১৬ নির্বাচনের প্রচারণা ও পরবর্তীতে নিজের কট্টর আচরণ ও আগ্রাসী পররাষ্ট্র নীতির জন্য সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে এরইমধ্যে ডেমোক্রেট দলের একাধিক নেতা প্রার্থীতার প্রতিযোগিতায় নেমেছেন।

২০১৬ প্রসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করলেও সম্প্রতি দেশটির মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের পক্ষেই বেশি রায় দিয়েছে মার্কিন জনগণ। আসন্ন ২০২০ নির্বাচনে তাদের রায় কোন পক্ষে যায় সেটাই দেখার অপেক্ষায় আছে গোটা বিশ্ব।

এসকে/এসজেড

রয়টার্স