• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৩:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৩:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কা নেই: সামখানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কা নেই: সামখানি
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী সামখানি- ছবি: আল মনিটর

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন প্রকার সামরিক সংঘাতে জড়াবে না ইরান, এমনটাই জানিয়ে দিলেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী সামখানি। রয়টার্স

বুধবার (১৯ জুন) ইরানের জাতীয় সংবাদ সংস্থা ইরনা'র প্রকাশিত সংবাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে ওমান উপসাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার ইস্যুতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। এ ঘটনার জন্য ওয়াশিংটন তার দীর্ঘ দিনের 'শত্রু' ইরানকে দোষী সাব্যস্ত করলেও তা সম্পূর্ণভাবে প্রত্যাখান করে তেহরান।

এ প্রসঙ্গে আলী সামখানি বলেন, 'ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে কোন প্রকার সামরিক সংঘাত সৃষ্টির আশঙ্কা নেই। কারণ, এ ধরনের সহিংসতায় জড়ানোর মত কোন ঘটনাই ঘটেনি।'

তিনি আরও বলেন, 'যে কোন বিষয়ে অন্য রাষ্ট্রকে দোষারোপ করা মার্কিনিদের স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। এর মাধ্যমে তারা অন্যান্য দেশগুলোর উপর লাগাতার চাপ সৃষ্টির চেষ্টা চালায়।'

গত সপ্তাহে ওমান উপসাগরে দুটি তেলভর্তি ট্যাংকারে রকেট হামলা চালানো হয়। এ ঘটনার পর থেকেই ইরানকে এই হামলার জন্য দায়ী বলে অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর সদস্যদের প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্যাটেলাইট ইমেজ প্রকাশের মাধ্যমে নিজেদের এই দাবি প্রমাণের চেষ্টা চালাতে থাকে ওয়াশিংটন। তবে বিষয়টিতে নিজেদের জড়িত থাকার অভিযোগ পরিষ্কার ভাষায় প্রত্যাখান করে ইরান সরকার।

সূত্র: রয়টার্স

এসকে