• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৫:৩৩ পিএম

লোকসভায় কংগ্রেস দলনেতা ‘বাঙালি’ অধীররঞ্জন চৌধুরী

লোকসভায় কংগ্রেস দলনেতা ‘বাঙালি’ অধীররঞ্জন চৌধুরী
কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী- ফাইল ফটো

বড়সড় চমক পশ্চিমবঙ্গের জন্য। লোকসভায় বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা হচ্ছেন অধীররঞ্জন চৌধুরী। গত রোববার সর্বদল বৈঠক শেষে নরেন্দ্র মোদী পিঠ চাপড়ে দিয়েছিলেন বহরমপুরের সাংসদের, বলেছিলেন ‘অধীরদা বড় যোদ্ধা’। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও সেই ‘যোদ্ধা’কে স্বীকৃতি দিতে ভুল করলেন না। 

বুধবার (১৯ জুন) ভারতীয় বার্তাসংস্থা আনন্দ বাজারে প্রকাশিত সংবাদে জানা যায়, মঙ্গলবার (১৮ জুন) সকালে অধীরকে ডেকে পাঠিয়ে বৈঠক করেন সোনিয়া। বৈঠক শেষে লোকসভায় গিয়ে সেই আসনটায় বসলেন অধীর, যে আসনে গত পাঁচ বছর বসছিলেন কংগ্রেসের প্রভাবশালী নেতা মল্লিকার্জুন খড়্গে।

তবে লোকসভায় কংগ্রেসের দলনেতা হচ্ছেন অধীর চৌধুরী, তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি দলটি। কিন্তু অধীরের ঘনিষ্ঠজন তো বটেই, এমন কি এআইসিসি-র নানা সূত্রও জানাচ্ছে যে, বহরমপুরের সাংসদকেই লোকসভায় নিজেদের দলনেতা হিসেবে বেছে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কংগ্রেস হাইকম্যান্ড।

গত পাঁচ বছর লোকসভায় কংগ্রেসের নেতৃত্ব দেয়া মল্লিকার্জুন খড়্গে এ বারের নির্বাচনে জয় মুখ দেখেননি। গোটা দেশে কংগ্রেসের আরও অনেক রথী-মহারথী হেরে বিপর্যস্ত হয়েছেন গেরুয়া ঝড়ে। তাই দীর্ঘ দিন ধরে লোকসভায় রয়েছেন, এমন অভিজ্ঞ সাংসদের সংখ্যা কংগ্রেসের সংসদীয় দলটিতে এ বার হাতে গোনা। সোনিয়া গান্ধী নিজে লোকসভায় রয়েছেন ২০ বছর ধরে। অধীর চৌধুরীও রয়েছেন ২০ বছর ধরে। আর রাহুল গান্ধী আছেন ১৫ বছর। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে সোনিয়াকেই বেছে নেওয়া হয়। সেই বৈঠকেই স্থির হয় যে, এবার লোকসভায় কংগ্রেসের দলনেতা কে হবেন, সেটা নির্ধারণ করবেন খোদ সনিয়া গান্ধী।

কংগ্রেস সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, লোকসভার সচিবালয়কে চিঠি দিয়ে সনিয়া গান্ধী এরইমধ্যে জানিয়ে দিয়েছেন যে, অধীর চৌধুরীই দলনেতা দলটির সংসদীয় দলনেতা হচ্ছেন। 

আজ (বুধবার) বিকেলেই আনুষ্ঠানিক ভাবে এক প্রেস বিবৃতির মাধ্যমে অধীর চৌধুরীকে সংসদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়ার কথা ঘোষণা করতে চলেছে কংগ্রেস, এমন তথ্যই জানিয়েছে এআইসিসি সূত্র। সবকিছু ঠিক থাকলে অধীরই হতে যাচ্ছেন ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের প্রথম বাঙালি সংসদীয় দলনেতা। আনন্দবাজার

এসজেড/এসকে