• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৮, ০৫:৫৯ পিএম

বায়ু দূষণের কারণে দিল্লি সরকারকে ২৫ কোটি টাকা জরিমানা 

বায়ু দূষণের কারণে দিল্লি সরকারকে ২৫ কোটি টাকা জরিমানা 

 

দিল্লিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় অরবিন্দ কেজরিওয়াল সরকারকে জরিমানা করলো দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। 

দিনের পর দিন বায়ু দূষণের মাত্রা বেড়ে চলেছে ভারতের রাজধানী দিল্লিতে। এনজিটি মনে করে, আর তা নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ দিল্লি সরকার। তাই তাদেরকে ২৫ কোটি টাকা জরিমানা করলো এনজিটি। মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায়, দিল্লি সরকারের মন্ত্রীদের পকেট থেকে কাটা হবে জরিমানার এ অর্থ।

তবে এখানেই শেষ নয়। জরিমানা পরিশোধ করার জন্য দিল্লি সরকারকে রীতিমতো সময় বেঁধে দিয়েছে তারা। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা প্রদান না করলে, অতিরিক্ত জরিমানা হিসেবে আরও ১০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হবে তাদের। এমন হুঁশিয়ারিই দিয়ে রেখেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। 

প্রসঙ্গত, ২০১০ সালে পরিবেশ বিষয়ক মামলা নিষ্পত্তির জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল গঠন করে ভারত সরকার। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস   

এসএইচএস