• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৮:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২১, ২০১৯, ০২:১১ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন

৪র্থ ধাপও বরিসময়, ছিটকে গেলেন জাভিদ

৪র্থ ধাপও বরিসময়, ছিটকে গেলেন জাভিদ

যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে, চতুর্থ ধাপেও জয় নিশ্চিত করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ব্রেক্সিট সম্প্রচারক বরিস জনসন। বৃহস্পতিবার (২০ জুন) হাউস অব কমন্সের নিম্নকক্ষের টরি এমপি'দের মোট ৪ দফা ভোটের প্রতিটিতেই জয়ের ধারা অব্যাহত রাখলেন বরিস। অপরদিকে ছিটকে গেলেন জাভিদ।

তবে এ দফায় সবচেয়ে আলোচিত বিষয় হলো জেরিমি হান্টকে (৫৯ ভোট) পেছনে ফেলে মাইকেল গোভের (৬১ ভোট) এগিয়ে যাওয়া।



এর আগে ১৩ জুন (বৃহস্পতিবার) প্রথম দফা, ১৮ জুন (মঙ্গলবার) দ্বিতীয় দফা এবং ১৯ জুন (বুধবার) তৃতীয় দফা ভোটে এমপি'দের আস্থা অর্জনে সফল হন বরিস। ফলে প্রধানমন্ত্রী হিসেবে তার নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত। ১৩ জুন প্রথম দফায় ১১৪ ভোটের পর ১৮ জুন দ্বিতীয় দফায় বরিস পান ১২৬টি ভোট। এরপর ১৯ জুন তৃতীয় দফা ভোটে সে সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৪৩-এ। সবশেষ চতুর্থ দফায় ১৫৭ ভোট পান বরিস। অর্থাৎ বরিসের প্রতি দলীয় আইনপ্রণেতাদের আস্থা যে ক্রমান্বয়ে বাড়ছে, তা সুস্পষ্ট।

এসকে