• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০১:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০১:৪৩ পিএম

পাকিস্তানের সামরিক হাসপাতালে বিস্ফোরণ

পাকিস্তানের সামরিক হাসপাতালে বিস্ফোরণ

 

পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৩ জুন) দেশটির টুইটার ব্যবহারকারীদের থেকে এ তথ্য জানা গেছে।

কোয়েটার মানবাধিকার কর্মী আহসান উল্লাহ মিখাইল এক টুইট বার্তা' জানান, ঘটনাস্থল থেকে গণমাধ্যম কর্মীদের কোনো ধরনের সংবাদ প্রচারের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। যে কারণে মূলধারার কোনো সম্প্রচার মাধ্যমে এই তথ্যটি আসছে না।

রাওয়ালপিন্ডির বিশেষায়িত যে হাসপাতালটিতে বিস্ফোরণটি ঘটেছে সেখানে জাতিসংঘের কালো তালিকাভুক্ত পাকপন্থি জঙ্গি সংগঠন ‘জঈশ-ঈ-মোহাম্মদের’ প্রধান মাসুদ আজহার চিকিৎসাধীন অবস্থান ছিলেন। কারাগারে আটক এই জঙ্গি নেতার শারীরিক অবস্থার অবনতি হলে বেশ কিছুদিন আগে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা হাসপাতালটিতে চিকিৎসার জন্য আনা হয় বলে দাবি এই মানবাধিকার কর্মীর।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসজেড