• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৪:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০৪:০৩ পিএম

ক্যামেরুনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

ক্যামেরুনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

 

ক্যামেরুনের পশ্চিম অঞ্চলের বাতি-বাহম সড়ক থেকে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, যাতে অন্তত ২৩ জন প্রাণ হারায়। পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি পিছলে গেলে এই দুর্ঘটনা ঘটে, এতে একাধিক লোক আহত হয়েছে।

আঞ্চলিক গভর্নর অগাস্টিন আওয়া ফনকা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাস্থলেই ২০ জন মারা যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়, চিকিৎসকরা আহতদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাছেন।

দুর্ঘটনাকবলিত বাসটির নিচে আরও মৃতদেহ থাকতে পারে পুলিশ জানায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ক্যামেরুনের ভঙ্গুর সড়ক ব্যবস্থা, বেপরোয়া গাড়ি চালানো ও অতিরিক্ত যাত্রীবহনের ফলে সড়ক দুর্ঘটনা একটা সাধারণ ঘটনা।

এসজেড