• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০৩:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০৩:১৫ পিএম

সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেনমার্কের বামপন্থি সরকার

সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেনমার্কের বামপন্থি সরকার

ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেশ ডেনমার্কে অবশেষে বামপন্থি জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি।

বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায় মঙ্গলবার (২৫ জুন) জোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে বামপন্থি সরকার গঠনের বিষয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানান পার্টির নেতা মেট্টে ফ্রেডেরিকসেন। যেখানে সরকারের নেতৃত্ব তিনি থাকছেন বলে জানানো হয়। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ডেনমার্কের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নিজের নাম লেখালেন ৪১ বছর বয়সী ফ্রেডেরিকসেন।

ব্রিটিশ গণমাধ্যম 'দ্য গার্ডিয়ানে'র প্রতিবেদনে জানানো হয়, গত ৫ জুন দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ফ্রেডেরিকসেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন মোট পাঁচটি বামপন্থি দল জয়লাভ করে। মূলত এর পরপরই প্রধানমন্ত্রীর পর থেকে পদত্যাগ করেন মধ্য-ডানপন্থি নেতা লার্স লোক্কে রাসমুসেন। 

এবার বিরোধী দলীয় বামপন্থি জোট বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৫ সালের নির্বাচনের তুলনায় তা ছিল অনেকটাই কম। যে কারণে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি বড় দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোটবদ্ধভাবে সরকার গঠনের জন্য আলোচনা শুরু করে। যেখানে বামপন্থি দলগুলোর মধ্যে জনকল্যাণ ও অভিবাসন ইস্যুতে ব্যাপক মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত জোট সরকার গঠনের ব্যাপারে সকলে ঐকমত্যে পৌঁছায়। 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেট্টে ফ্রেডেরিকসেন বলেছেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, দীর্ঘ তিন সপ্তাহের আলোচনা শেষে আমরা নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পেরেছি।

ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেশ ডেনমার্কে অবশেষে বামপন্থি জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি।

বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায় মঙ্গলবার (২৫ জুন) জোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে বামপন্থি সরকার গঠনের বিষয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানান পার্টির নেতা মেট্টে ফ্রেডেরিকসেন। যেখানে সরকারের নেতৃত্ব তিনি থাকছেন বলে জানানো হয়। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ডেনমার্কের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নিজের নাম লেখালেন ৪১ বছর বয়সী ফ্রেডেরিকসেন।

ব্রিটিশ গণমাধ্যম 'দ্য গার্ডিয়ানে'র প্রতিবেদনে জানানো হয়, গত ৫ জুন দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ফ্রেডেরিকসেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন মোট পাঁচটি বামপন্থি দল জয়লাভ করে। মূলত এর পরপরই প্রধানমন্ত্রীর পর থেকে পদত্যাগ করেন মধ্য-ডানপন্থি নেতা লার্স লোক্কে রাসমুসেন। 

এবার বিরোধী দলীয় বামপন্থি জোট বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৫ সালের নির্বাচনের তুলনায় তা ছিল অনেকটাই কম। যে কারণে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি বড় দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোটবদ্ধভাবে সরকার গঠনের জন্য আলোচনা শুরু করে। যেখানে বামপন্থি দলগুলোর মধ্যে জনকল্যাণ ও অভিবাসন ইস্যুতে ব্যাপক মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত জোট সরকার গঠনের ব্যাপারে সকলে ঐকমত্যে পৌঁছায়। 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেট্টে ফ্রেডেরিকসেন বলেছেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, দীর্ঘ তিন সপ্তাহের আলোচনা শেষে আমরা নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পেরেছি।'

বিশ্লেষকদের মতে, এই সরকার গঠনের মাধ্যমে চলতি বছর তৃতীয় নর্ডিক দেশ হিসেবে বামপন্থী সরকার গঠন করল ডেনমার্ক। এর আগে ফিনল্যান্ড ও সুইডেনেও সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি ক্ষমতায় এসেছে।

এসকে