• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০৩:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০৩:৫০ পিএম

দূষণ কমাতে শহরে গাড়ির সংখ্যা কমাচ্ছে প্যারিস

দূষণ কমাতে শহরে গাড়ির সংখ্যা কমাচ্ছে প্যারিস

 

ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে অনেক দিন ধরেই তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় রাজধানী শহরে দূষণ কমাতে বিশেষ ব্যবস্থা নিল প্রশাসন। বুধবার প্যারিস শহরে গাড়ির ব্যবহারের নিয়ন্ত্রণ আনা হবে। মঙ্গলবার এই ঘোষনা করেছে প্যারিস পুলিশ বিভাগ।

বুধবার ভোর সাড়ে ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি আর ক্লিন এয়ার স্টিকারের গাড়ি প্যারিস শহরে প্রবেশ করতে পারবে। গাড়ি থেকে কোন ধরনের ধোঁয়া নির্গত হয় সেই হিসাবে ছয়টি রঙের স্টিকার ব্যবহার করে ফ্রান্সের গাড়ি। এর মধ্যে শুধুমাত্র ক্লিন এয়ার ১ আর ২ স্টিকারের গাড়িগুলি বুধবার প্যারিস শহরে প্রবেশ করতে পারবে।

তাপপ্রবাহের কারনে প্যারিস শহরে ডিজেল গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও শহরের আশেপাশে যে সব কারখানা থেকে দূষণ হয় সেই সব কারখানা কাজ কমানোর নির্দেশ দিয়েছে প্যারিসের পুলিশ। পশ্চিম ইউরোপের অন্যান্য শহরের মতোই প্যারিসের পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

সূত্র : রয়টার্স

এসজেড