• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩০, ২০১৯, ০৮:০৬ এএম
সর্বশেষ আপডেট : জুন ৩০, ২০১৯, ০৬:৫১ পিএম

ইরান হুমকি

কাতারে পৌঁছালো মার্কিন ‍‍`এফ-২২‍‍` যুদ্ধ বিমান

কাতারে পৌঁছালো মার্কিন ‍‍`এফ-২২‍‍` যুদ্ধ বিমান

 

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ভূমধ্যসাগর এবং ইরান হুমকি মোকাবিলা করতে কাতারে ‘এফ-২২’ স্টিলথ যুদ্ধবিমান পাঠানো হয়েছে। বলে শুক্রবার (২৮ জুন) এই তথ্য জানানো হয়।

মার্কিন বিমান বাহিনীর কেন্দ্রীয় সামরিক কমান্ডার বলেন, ভূমধ্যসাগরে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনীর ওপর ইরান হামলা ঠেকাতেই ‘এফ-২২’ স্টিলথ যুদ্ধবিমান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ঠিক কয়টি যুদ্ধ বিমান পাঠানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কাতারের আল-উয়াদিদ বিমান বেজে তোলা এক ছবিতে পাঁচটি এফ-২২ যুদ্ধ বিমান উড়তে দেখা গেছে।

২০১৫ সালে পারমাণবিক ইস্যুতে জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র ও জার্মানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় ইরান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের তেল রপ্তানি ও পারমাণবিক বিষয়াদির ওপর নিষেধাজ্ঞা জারি করলে ইরান-মার্কিন সংকট আরও বাড়তে থাকে। এই সংকটের মাঝেই ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করলে উত্তেজনা আরও তুঙ্গে ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার ঘোষণা করেও শেষ মুহূর্তে হঠাৎ পিছু হটেন।

সূত্র : আরব নিউজ

এসজেড

আরও পড়ুন