• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৯:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০৯:১০ পিএম

আরো এক সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার পাকিস্তানে

আরো এক সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার পাকিস্তানে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। জাতীয় দায়বদ্ধতা বোর্ড (এনএবি) সংস্থাটির মুখপাত্র বৃহস্পতিবার (১৮ জুলাই) আটকের কথা নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি।

কোনো বিস্তারিত বিবরণ না থাকলেও আব্বাসির পিএমএল-এন পার্টি গ্রেফতারের একটি কপি শেয়ার করেছেন। যেখানে তার তাকে ‘দুর্নীতি ও দুর্নীতির চর্চার’ কারণে আটক করা হয়েছে বলে অভিহিত করা আছে। ২০১৭ সালে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের পর এক বছরেরও কম সময়ের জন্য ক্ষমতাসীন ছিলেন আব্বাসি। পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি সংবাদ সম্মেলনে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

পিএমএল-এন সংসদ সদস্য আহসান ইকবাল একটি টেলিভিশন স্টেশনে জানান, ‘তারা এনএবি থেকে এসেছিল বলে জানায় এবং তাদের সঙ্গে করে শহীদ খাকান আব্বাসিকে নিয়ে যায়।’ গত বছর, এনএবি একটি তরল প্রাকৃতিক গ্যাস টার্মিনাল প্রকল্পের ব্যাপারে আব্বাসি এবং শরীফ উভয়ের বিরুদ্ধে অনুসন্ধানের আদেশ দেন। পৃথক পৃথক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর শরীফকে সাত বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত।

সূত্র : রয়টার্স

এসজেড