• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ০৪:১৬ পিএম

চীনে গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত ১০

চীনে গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত ১০

 

চীনের পার্বত্য অঞ্চল ইয়ামা সিটির একটি গ্যাস প্লান্টে আচমকা বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন। তাছাড়া ভয়াবহ এ বিস্ফোরণের পর এখনো পাঁচ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (১৯ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ইয়ামা সিটিতে অবস্থিত হেনান কোল গ্যাস প্লান্টের বিস্ফোরণে অনেকেই হতাহত হন; যাদের মধ্যে ১৯ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাদের বর্তমানে স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে আকস্মিক এ বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের পরপরই গ্যাস প্লান্টটির আশপাশের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত অনেক বাড়িঘরের জানালা ও দরজার কাচ ভেঙে পড়ে। তাছাড়া গ্যাস প্লান্টের পাশের একটি ইলেকট্রিক পোল সড়ক দিয়ে চলা গাড়ির উপরে পড়লে তাৎক্ষণিক কয়েকজন আহত হয়, এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গ্যাস প্লান্টের উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের পর এলাকাটি ব্যাপক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। যে কারণে আশপাশের বেশ কয়েকটি সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্লেষকদের মতে, দেশটির ঝুঁকিপূর্ণ শিল্প কারখানাগুলোতে এমন ধরনের বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা। যেখানে নিরাপত্তার বিষয়গুলো তেমনভাবে প্রয়োগ করা হয় না বলে অভিযোগ রয়েছে। যার অংশ হিসেবে গত মার্চে পূর্ব জিয়াংসু প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ৭৮ শ্রমিকের মৃত্যু হয়। এতে শতাধিক আহত হয় বলে দাবি কর্তৃপক্ষের। এর আগে ২০১৫ সালে দেশটির উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনের আরও একটি রাসায়নিক প্লান্টে হওয়া বিস্ফোরণে কমপক্ষে ১৬৫ শ্রমিক নিহত হয়। যা ছিল চীনের সবচেয়ে মারাত্মক শিল্প দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।

সূত্র : জিনহুয়া

এসজেড

 

আরও পড়ুন