• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ০৫:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ০৫:১০ পিএম

অরুণাচলে আবারো ভূমিকম্পের আঘাত

অরুণাচলে আবারো ভূমিকম্পের আঘাত

 

দুই দিনে পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের কামেং জেলা। শনিবার (২০ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টা ২৪ মিনিটে প্রদেশটির পূর্ব কামেং জেলায় অনুভূত হয় দ্বিতীয় ভূকম্পনটি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫। যদিও এতে এখনো কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর অনুযায়ী, এবারের কম্পনের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। যা বন্যা কবলিত রাজ্য আসাম এবং চীন সীমান্তবর্তী জেলাগুলোতেও অনুভূত হয়।

এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে একই প্রদেশে প্রথম দফার কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে সেটির মাত্রাও ছিল ৫ দশমিক ৫। শুক্রবারের এই ভূমিকম্পটি দেশটির পাহাড়ি অঞ্চল শিলিগুড়িতেও অনুভূত হয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসজেড

আরও পড়ুন