• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০৬:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২২, ২০১৯, ০৬:৩৫ পিএম

সিরিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলেন পুতিন

সিরিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলেন পুতিন

 

সিরিয়ার সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (২১ জুলাই) দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিজ দেশের এ অবস্থানের কথা জানান।

বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, ‘বিশ্বব্যাপী চলমান উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা যুদ্ধে সিরিয়া ও রাশিয়া এতদিন পরস্পরের মিত্র হয়ে কাজ করছে। যার প্রেক্ষিতে দামেস্ক-মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থায় অনুঘটকের ভূমিকা পালন করেছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সব সময়ই রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে। এই দেশ দুটির যৌথ প্রচেষ্টায় অচিরেই সিরিয়া থেকে সন্ত্রাসীদের (আসাদ বিরোধী বিদ্রোহী বাহিনী) মূলোৎপাটন হবে। যার মাধ্যমে জনগণ আবারো তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।’

বিশ্লেষকদের মতে, এমন একটি সময়ে পুতিন এই ঘোষণাটি দিলেন; যখন দীর্ঘদিন যাবত চলা গৃহযুদ্ধ শেষে রাশিয়ার সহায়তায় ফের সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে আসাদ বাহিনী। অঞ্চলটিতে দফায় দফায় বিমান হামলা পরিচালনা করে এরই মধ্যে সরকার বিরোধী বিদ্রোহীদের তছনছ করে দিয়েছে মস্কো।

সূত্র : বিবিসি

এসজেড

আরও পড়ুন