• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ১২:১৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ১২:২২ পিএম

কাশ্মীর সঙ্কট নিরসন

ট্রাম্পের কাছে মোদীর অনুরোধের কথা অস্বীকার করল ভারত

ট্রাম্পের কাছে মোদীর অনুরোধের কথা অস্বীকার করল ভারত

চলমান কাশ্মীর সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকায় পাক-ভারত মধ্যকার সম্পর্কে স্থিতিশীলতা আনতে মধ্যস্থতাকারী হতে ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছিলেন মোদী। 

সোমবার (২৩ জুলাই) পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এমনটাই দাবি করেন মার্কিন এ প্রেসিডেন্ট। যদিও পরদিন ট্রাম্পের এ বক্তব্য পুরোপুরি উড়িয়ে দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মার্কিন প্রেসিডেন্টের কাছে কখনই এমন কোনো অনুরোধ করেননি মোদী। 

মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এক টুইট বার্তায় বলেন, 'মার্কিন প্রেসিডেন্টের কাছে কাশ্মীর ইস্যুতে কখনই এমন কোনো অনুরোধ করেননি নরেন্দ্র মোদী। এই সঙ্কট নিরসন একমাত্র আমাদের হাতেই সম্ভব। পাকিস্তান জঙ্গিদের সমর্থন করা ছাড়লে খুব শিগগিরই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।'

বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে গত সোমবার হোয়াইট হাউসে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'গত দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমরা এ বিষয়ে (কাশ্মীর) কিছুক্ষণ কথা বলেছি। তখন উনি (মোদী) আমাকে বলেছিলেন, আপনি (ট্রাম্প) কি মধ্যস্থতাকারী হবেন?'

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমি বললাম, কীসের? তখন উনি বললেন কাশ্মীর সমস্যা মেটানোর জন্য। কেননা সঙ্কটটি বছরের পর বছর যাবত রয়েছে। আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কতদিন ধরে রয়েছে এই সমস্যা।' ট্রাম্প যখন এসব কথা বলছেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার পাশেই ছিলেন। প্রেসিডেন্টের এই কথা শুনে ইমরান বলেন, '৭০ বছর যাবত চলছে এই সমস্যা।'

যদিও কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের এই বক্তব্যের আগে ইমরান খান বলেছিলেন, 'ট্রাম্প বিশ্বের অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি। যুক্তরাষ্ট্রও অত্যন্ত শক্তিশালী একটি দেশ। আমাদের উপমহাদেশে শান্তি স্থাপনে যুক্তরাষ্ট্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।' 

ইমরান তার বক্তব্যে বলেন, 'পাকিস্তানের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা অনেক চেষ্টাই করেছি। যদিও দুর্ভাগ্যবশত আমরা কোনো সমাধানের পথ বের করে আনতে পারিনি। আশা করছি, মার্কিন প্রেসিডেন্ট দুই দেশ মধ্যকার সম্পর্ক শক্তিশালী করতে আরও বেশি উদ্যোগী হবেন।'

মূলত এর পরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, উভয়েই (ভারত-পাকিস্তান) সমস্যাটির সমাধান চায়। আর আমি যদি এতে সাহায্য করতে পারি, তাহলে আমি মধ্যস্থতাকারী হতে রাজি।' তখন ট্রাম্পের মন্তব্য শোনার পর ইমরান খান বলেছিলেন, 'আপনি যদি পারেন, তাহলে মধ্যস্থতার মাধ্যমে দীর্ঘদিন যাবত চলা সমস্যাটির সমাধান করুন।'

তখন পাক প্রধানমন্ত্রীর মন্তব্য শুনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'এটা সমাধান হওয়া প্রয়োজন। কেননা উনিও (মোদী) আমাকে এই একই কথা বলেছিলেন। সে যাই হোক দেখি কী করা সম্ভব। কাশ্মীর সম্পর্কে এখন পর্যন্ত অনেক কিছুই শুনেছি। খুব সুন্দর একটি নাম; বিশ্বের অন্যতম সুন্দর স্থানগুলোর মধ্যে একটি। যদিও এখন চারিদিকে শুধু বোমাতঙ্ক। যেখানেই আপনি যান, বোমা রয়েছে; ভয়ঙ্কর অবস্থা। যদি আমি কিছু সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন।'

এসকে

আরও পড়ুন