• ঢাকা
  • রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ০৯:৩০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০১৯, ১১:৩২ এএম

ডেঙ্গুর প্রকোপে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল ব্রিটেন

ডেঙ্গুর প্রকোপে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল ব্রিটেন

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। শনিবার (৩ আগস্ট) ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

সেখানে বাংলাদেশ ভ্রমণ সতর্কতার হালনাগাদ তথ্যে বলা হয়, বাংলাদেশে সারা বছরই ডেঙ্গু জ্বরের মতো মশাবাহিত রোগ দেখা দেয়। চলতি বছর ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ভ্রমণের সময় মশার কামড় এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের নির্দেশনা দেয়া হলো।

উল্লেখ্য, প্রতি বছর যুক্তরাজ্যের প্রায় দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করে থাকেন। আর ব্রিটিশ ফরেন অফিস থেকে বিশ্বজুড়ে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সব সময় ভ্রমণ সংক্রান্ত উপদেশ দেয়া হয়ে থাকে।

এসজেড

আরও পড়ুন