• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৮, ২০১৯, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৮, ২০১৯, ০৪:৪৪ পিএম

দুর্নীতির অভিযোগে নওয়াজ কন্যা মরিয়ম গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে নওয়াজ কন্যা মরিয়ম  গ্রেপ্তার
গ্রেপ্তারের পর মরিয়ম নেওয়াজকে এনএবি‍‍`র প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়- ছবি: দ্য ডন

কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কন্যা এবং দেশটির বর্তমান প্রধান বিরোধী রাজনৈতিক দল পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নেওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) পাক-বার্তাসংস্থা দ্য ডন প্রকাশিত এক সংবাদে জানা যায়, দেশটির 'চৌধুরী সুগার মিলস'-এর আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মরিয়ামকে গ্রেপ্তার করে পাকিস্তানের জাতীয় দুর্নীতি দমন সংস্থা এনএবি (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিট ব্যুরো)-এর একদল কর্মকর্তা। এ সময় তার চাচাতো ভাই ইউসুফ আব্বাসকেও আটক করা হয়েছে।

এনএবি'র বরাতে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মরিয়ম নেওয়াজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'চৌধুরী সুগার মিলস'-এর আর্থিক দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মরিয়মকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সরাসরি সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়ে যায় সংস্থার কর্মকর্তারা।

আগামীকাল দুর্নীতি দমন সংস্থার বিশেষ আদালতে হাজিরের পর জিজ্ঞাসাবাদের জন্য মরিয়ম ও আব্বাসকে রিমাণ্ডে নেয়ার আবেদন করা হবে বলেও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

এসকে

আরও পড়ুন